ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মন্ত্রী-উপমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, গ্রেপ্তার ১ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৫:৩০, ২ ফেব্রুয়ারি ২০২১
মন্ত্রী-উপমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, গ্রেপ্তার ১ 

মন্ত্রী, উপমন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের ছবি ফেসবুকে দিয়ে প্রতারণা করার অভিযোগে হোসেন ভূঁইয়া ওরফে তপু নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে খিলক্ষেত থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তপু ফেসবুকে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের ছবি ফেসবুকে ব্যবহার করে টাকার বিনিময়ে শিক্ষার্থীদের পরীক্ষার ফল পরিবর্তন করাসহ নানা ধরনের পোস্ট দিতেন। এজন্য সে ১৯টি ফেসবুক পেজ ব্যবহার করেছেন। এছাড়া, মেসেঞ্জারেও পোস্ট দিয়ে প্রতারণা করতেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তপু এসএসসি-এইচএসসি, ডিগ্রী, অনার্স ও মাস্টার্সের রেজাল্ট পরিবর্তনের আশ্বাস দিয়ে বিভিন্ন জায়গায় পোস্ট দিতেন। কেউ তার পোস্ট দেখে রাজি হলে সে ক্ষেত্রে বিকাশ বা নগদ এর মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন। দীর্ঘদিন ধরে তিনি এভাবে প্রতারণা করে আসছিলেন।

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়