ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাপা এমপি শফিকুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৬:৪৯, ২ ফেব্রুয়ারি ২০২১
জাপা এমপি শফিকুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় পার্টির সংসদ সদস্য (বগুড়া-২ আসন) মো. শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ এই মামলা করেন দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (অনুসন্ধান কর্মকর্তা) মো. জাহাঙ্গীর আলম।  তিনি মামলার বাদি।

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, অনুসন্ধান কর্মকর্তার তদন্তে মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে ৮৯ লাখ ২৭ হাজার ৫৫৮ টাকার মিথ্যা সম্পদের তথ্য দেওয়া  এবং ১ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ১১৩ টাকা আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং সম্পদের হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী তার বিরুদ্ধে একটি মামলা রুজু করার সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেন।

অনুসন্ধান কর্মকর্তার সুপারিশের ভিত্তিতে অভিযোগ সংশ্লিষ্ট মো. শফিকুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে দুনীতি দমন কমিশন আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়।

শিশির/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়