ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ১১ মার্চ

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৩:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০২১
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ১১ মার্চ

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১১ মার্চ ধার্য করেছেন আদালত।

বুধবার (৩ ফেব্রুয়ারি) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন। এ পর্যন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭৮ দফা সময় নিয়েছে তদন্ত সংস্থা।

মামলায় তানভীর রহমানসহ মোট আসামি ৮ জন। তারা হলেন, বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাগর সারওয়ার এবং রুনি নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। 

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়