ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কার্টুনিস্ট কিশোরসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ৯ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৩:০২, ৯ ফেব্রুয়ারি ২০২১
কার্টুনিস্ট কিশোরসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। 

চার্জশিটভুক্ত অপর দুই আসামি হলেন, রাষ্ট্রচিন্তার ঢাকার সমন্বয়ক দিদারুল ভুইয়া ও লেখক মুশতাক আহমেদ।

মামলার তদন্ত কর্মকর্তা মহসীন সর্দার এ চার্জশিট দাখিল করেন। ৮ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন করেন এ তদন্ত কর্মকর্তা।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রমনা থানার আদালতের সাধরণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।

গত বছরের ৫ মে র‌্যাব-৩ সিপিসি-১ এর ওয়ারেন্ট অফিসার মো. আবু বকর সিদ্দিক বাদী হয়ে ১১ জনের নামে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

মামলায় অভিযোগ থেকে জানা যায়, আসামিরা ফেসবুক পেজে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুন্ন করতে বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশে অপপ্রচার বা গুজবসহ বিভিন্ন ধরনের পোস্ট দেন।

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়