ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রায় শুনে কাঁদলেন দীপনের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১০ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৩:০০, ১০ ফেব্রুয়ারি ২০২১
রায় শুনে কাঁদলেন দীপনের স্ত্রী

জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় বহিষ্কৃত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসহ আট জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। এছাড়া, প্রত‌্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

বুধবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। 

রায়ে শুনতে আদালতে হাজির হন দীপনের স্ত্রী ডা. রাজিয়া রহমান। আসামিদের ফাঁসির রায় শুনে কেঁদে ওঠেন তিনি। 

রাজিয়া রহমান বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। তবে যারা এখন পর্যন্ত পলাতক রয়েছে তাদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। আর রায় যেন দ্রুত কার্যকর হয়।’ 

২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিনে লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে ঢুকে এর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল, লেখক রণদীপম বসু ও প্রকৌশলী আবদুর রহমানকে হত্যার চেষ্টা করা হয়।

দীপনকে হত্যার পর ওই দিনই তার স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় মামলা করেন।

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়