ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

২১ আগস্ট মঞ্চে গ্রেনেড ছুড়েছিলেন ইকবাল: র‌্যাব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৭:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০২১
২১ আগস্ট মঞ্চে গ্রেনেড ছুড়েছিলেন ইকবাল: র‌্যাব

২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে জঙ্গি হামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ২০০৪ সালে শেখ হাসিনার সভা মঞ্চে ইকবাল গ্রেনেড ছুড়েছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ কথা জানান।

আবদুল্লাহ আল মামুন বলেন, ইকবালের বাড়ি ঝিনাইদহে। সে এসএসসি পাস।  এক সময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০০৩ সালে ফাঁসি হওয়া ও জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নানসহ অন্যান্য নেতাদের সান্নিধ্যে আসেন ইকবাল।  জঙ্গি প্রশিক্ষণ নেন।  মুফতি আব্দুল হান্নানের নির্দেশে ওই হামলায় সে অংশ নেয়।  হামলার পর ২০০৮ সালে সে মালয়েশিয়ায় পালিয়ে যায়।  সম্প্রতি দেশে ফিরে নতুন করে আবার জঙ্গিদের সঙ্গে যোগাযোগ শুরু করেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, ওই ঘটনার পর থেকেই ইকবাল ছদ্মবেশে পালিয়ে ছিলেন। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই ইকবাল বিদেশ পালিয়ে যান।  আবার ইকবালসহ অন্যান্য সাজা হওয়া পলাতকদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত ছিল।  এরই অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হবে। 

সোমবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সন্ত্রাসবিরোধী এক সমাবেশের আয়োজন করে তৎকালীন প্রধান বিরোধীদল আওয়ামী লীগ।  সমাবেশে শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পরপরই চারদিক থেকে জঙ্গিরা পাকিস্থানের তৈরি আর্জেস গ্রেনেড ছুড়ে মারে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে যায় পুরো এলাকা। ছিন্ন-বিচ্ছিন্ন নিথর দেহ পড়ে থাকে। অল্পের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও আওয়ামী লীগের তত্কালীন মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়। আহত শতাধিক ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

মাকসুদ/সাইফ 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়