ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ারীতে শিশুহত্যা: একজনের দায় স্বীকার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ২৬ ফেব্রুয়ারি ২০২১  
ওয়ারীতে শিশুহত্যা: একজনের দায় স্বীকার

রাজধানীর ওয়ারীতে শিশু হাসানকে (১২) গলা কেটে হত‌্যার মামলায় মো. সোহেল নামের এক আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সোহেলকে আদালতে হাজির করে ওয়ারী থানা পুলিশ। সোহেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করা হয়।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জবানবন্দি রেকর্ড করেন। পরে সোহেলকে কারাগারে পাঠানো হয়।

গত বুধবার রাত ১২টার দিকে হাসানের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাবা-মায়ের মধ‌্যে বিচ্ছেদ হওয়ার পর থেকে ওয়ারীর পদ্মনিধি লেনে খালা আয়েশা ও খালু জামাল ভূঁইয়ার সঙ্গে থাকত হাসান। বুধবার মার্কেটে গিয়েছিলেন আয়েশা। তিনি বাসায় ফিরে দেখতে পান, দরজায় বাইরে থেকে তালা দেওয়া। তালা ভেঙে ভেতরে ঢুকে হাসানকে গলাকাটা অবস্থায় দেখতে পান তিনি।

ওই বাসা থেকে আনুমানিক ১ লাখ টাকা ও কিছু স্বর্ণালঙ্কার খোয়া গেছে বলে দাবি আয়েশার।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়