ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দুদকে কেন ডাকা হয়েছে, বুঝে নিন: আমীর খসরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ১ মার্চ ২০২১  
দুদকে কেন ডাকা হয়েছে, বুঝে নিন: আমীর খসরু

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আমাকে এখানে ডাকা হয়েছে, আমার সম্পর্কে যা জানতে চেয়েছে, আমি তার জবাব দিয়েছি। কেন ডাকা হয়েছে, কী উদ্দেশ্য, বুঝে নিন।’

সোমবার (১ মার্চ) দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘আমি সাধারণ জীবন-যাপন করেছি। আমার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই।’

এরআগে  জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে আমীর খসরুকে দুদকের প্রধান কার্যালয়ে সকাল সোয়া ১০টা থেকে বেলা সোয়া ১২টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছেন সংস্থার উপ-পরিচালক সেলিনা আখতার।

গত ২৩ ফেব্রুয়ারি পাঠানো নোটিশে আমীর খসরু মাহমুদ, তার স্ত্রী তাহেরা আলম ও ভায়রা ভাই গোলাম সরোয়ারকে ১ মার্চ হাজির হওয়ার জন্য বলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তিনি একাই হাজির হয়েছেন।

দুদক-সূত্রে জানা গেছে,  আমীর খসরুর বিরুদ্ধে বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থপাচার এবং নিজ, স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের নামে শেয়ার কেনাসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

ঢাকা/শিশির/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়