ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আবরার হত্যা মামলায় আত্মপক্ষ শুনানি ১৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ৪ মার্চ ২০২১  
আবরার হত্যা মামলায় আত্মপক্ষ শুনানি ১৪ মার্চ

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষে ১৪ মার্চ আত্মপক্ষ শুনানির দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে সর্বশেষ সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান। এরপর আত্মপক্ষ শুনানির দিন ধার্য করেন আদালত। আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ এ তথ্য জানিয়েছেন।

মামলায় ৬০ সাক্ষীর মধ্যে ৪৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্র্যইব্যুনাল। আবরার হত্যা মামলায় মোট আসামি ২৫ জন। তাদের মধ্যে ২২ জন কারাগারে ও তিনজন পলাতক।  এদের মধ্যে আট আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরারকে পিটিয়ে অচেতন অবস্থায় ফেলে রাখেন আসামিরা।  পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৭ অক্টোবর ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। 


 

ঢাকা/মামুন/এসএন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়