ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিমা পলিসির মুনাফার ওপর ৫ শতাংশ ট্যাক্স বাতিলের দাবি

জ্যেষ্ঠ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ৪ মার্চ ২০২১  
বিমা পলিসির মুনাফার ওপর ৫ শতাংশ ট্যাক্স বাতিলের দাবি

জীবন বিমা পলিসি হোল্ডারদের মুনাফার ওপর ৫ শতাংশ গেইন ট্যাক্স বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্স‌্যুরেন্স অ‌্যাসোসিয়েশন (বিআইএ)।

বৃহস্পতিবার (৪ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সম্মেলন কক্ষে প্রাক-বাজেট (২০২১-২০২২) আলোচনায়  ব্যাংক, বিমা ও মার্চেন্ট ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিরা এই দাবি জানান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। 

বিআইএ লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী দেশের সব লাইফ ইন্সুরেন্স কোম্পানির পলিসি হোল্ডাদের মুনাফার ওপর ৫ শতাংশ গেইন ট্যাক্স আরোপ করার ফলে পলিসি হোল্ডারের সংখ্যা কমছে। গ্রাম-গঞ্জের ক্ষুদ্র পলিসি হোল্ডারদের ঝুঁকির বিষয় মুনাফার সুবিধার কথা বুঝিয়ে তারপর পলিসি বিক্রি করা হয়। ক্ষুদ্র পলিসি হোল্ডারদের মুনাফার ওপর ৫ শতাংশ গেইন ট্যাক্সেরে যে বিধান চালু করা হয়েছে, তা যদি প্রত্যাহার না হয়, তাহলে দেশে লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসার পরিধি প্রতিনিয়ত কমবে। কোম্পানিগুলোর পক্ষে টিকে থাকা কষ্ট হবে।

ঢাকা/শিশির/এনই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়