ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শুধু আইন দিয়ে দমন করা কঠিন: দুদক চেয়ারম‌্যান 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১০ মার্চ ২০২১  
শুধু আইন দিয়ে দমন করা কঠিন: দুদক চেয়ারম‌্যান 

অনিয়ম দূর করতে সমাজের সবার সহযোগিতা চেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম‌্যান  মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি বলেন, ‘শুধু আইন দিয়ে দুর্নীতি দমন করা কঠিন।  সবাই নিজ-নিজ অবস্থান থেকে সহায়তা করলে সমাজে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে। দুর্নীতি দমন হবে।’

বুধবার (১০ মার্চ) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিয়কালে দুদন চেয়ারম‌্যান এসব কথা বলেন। 

মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘দেশে দুর্নীতি দমনের জন্য সুনির্দিষ্ট আইন রয়েছে, এছাড়া অন্যান্য আইনেও শাস্তির বিধান রয়েছে। আমাদের প্রচেষ্টা থাকবে আইনের যথাযথ ব্যবহার বা প্রয়োগ করা।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশে তদন্তের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার অভিযোগ রয়েছে। বর্তমান কমিশন এই বিষয়টি কমিয়ে আনার জন্য কাজ করবে। এছাড়া জনগণের সঙ্গে দূরত্ব কমিয়ে আনার জন্যও কাজ করবে দুদক।’

এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘ক্যাসিনো কেন, সব দুর্নীতি ও অনিয়মকে দুদক সমানভাবে গুরুত্ব দিয়ে প্রতিরোধে কাজ করবে। দুর্নীতি প্রতিরোধে আইনগত যে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি অনুসরণ করেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মানিলন্ডারিং প্রসঙ্গে নব নিযুক্ত কমিশনার মো. জহুরুল হক বলেন, ‘বাংলাদেশ থেকে প্রচুর অর্থ বিদেশে পাচার হয়েছে এটা বাস্তব। এ বিষয়ে উচ্চ আদালতের পর্যবেক্ষণ রয়েছে, আদালতের নির্দেশনার ভিত্তিতেই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।’

এ সময় দুদক পরিচালক (জনসংযোগ) প্রনব কুমারসহ দুদকের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত ০৩ মার্চ রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের নিয়োগ দেওয়া হয়।  

ঢাকা/শিশির/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়