ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়াজ মাহফিলে বক্তা সরবরাহের নামে প্রতারণা, আটক ১

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ১৩ মার্চ ২০২১  
ওয়াজ মাহফিলে বক্তা সরবরাহের নামে প্রতারণা, আটক ১

ওয়াজ মাহফিলে বক্তা সরবরাহের নামের প্রতারণার অভিযোগে শরিফুল ইসলাম নামের এক ব‌্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ মার্চ) রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার শীল রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (১২ মার্চ) রাতে শরিফুলকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানাধীন বায়তুল মামুর জামে মসজিদের খতিব। শনিবার দুপুরে তাকে আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হয়েছে।

অভিযোগ আছে, জনপ্রিয় ইসলামী বক্তা মীর হাবিবুর রহমানের পিএস হিসেবে পরিচয় দেন শরিফুল। ওয়াজ মাহফিলে মীর হাবিবুর রহমানকে বক্তা হিসেবে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। প্রতারণার কাজে বায়তুল মামুর জামে মসজিদের মুয়াজ্জিন এনামুলের বিকাশ নম্বর ব‌্যবহার করতেন শরীফুল। এর তথ্য-প্রমাণ পুলিশের কাছে আছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

শরিফুলকে গ্রেপ্তারের পর শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) হারুন-উর রশিদের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ডিসি হারুন-উর রশিদ বলেন, ‘কাউকে ধর্ম নিয়ে বাণিজ্য করতে দেওয়া হবে না।’

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়