ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘মোদিবিরোধী আন্দোলনের নামে রাষ্ট্রের সুনাম নষ্ট করার চেষ্টা করলে আইনি ব‌্যবস্থা’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ১৪ মার্চ ২০২১   আপডেট: ১৫:০৭, ১৪ মার্চ ২০২১
‘মোদিবিরোধী আন্দোলনের নামে রাষ্ট্রের সুনাম নষ্ট করার চেষ্টা করলে আইনি ব‌্যবস্থা’

মনিরুল ইসলাম (ফাইল ফটো)

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, দেশে মোদিবিরোধী আন্দোলনের নামে কেউ রাষ্ট্রের সুনাম নষ্ট করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (১৪ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

মনিরুল ইসলাম বলেন, ‘যারা ইতিমধ্যে মোদিবিরোধী কর্মসূচি ঘোষণা করেছেন, আমরা আশা করব তাদের শুভবুদ্ধির উদয় হবে। এ ধরনের দেশবিরোধী ও দেশের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানাচ্ছি। এমন কোনো কর্মসূচির নামে নাশকতার চেষ্টা করা হলে শক্তভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, মোড়সহ বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। বিশেষ করে পাঁচটি দেশের ভিভিআইপি বা রাষ্ট্রপ্রধানরা আসায় এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ঢাকা/মাকসুদ/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়