ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৭, ৩০ মার্চ ২০২১   আপডেট: ১৩:৩৯, ৩০ মার্চ ২০২১
কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১

রাজধানীতে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে অনন্ত (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। সাজু (১৬) নামে আরও এক কিশোর আহত হয়েছে। 

সোমবার (২৯ মার্চ) রাত ১২টার দিকে পুরান ঢাকার সূত্রাপুরে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া রাইজিংবিডিকে বলেন, সোমবার রাত ১২ টার দিকে সূত্রাপুর থানার ফরাশগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে অনন্তকে হাসপাতালে নিয়ে আসলে রাত পৌনে ১টায় সে মারা যায়।

নিহতের বন্ধু সাত্তার জানায়, অনন্ত ও সজল ঘাট এলাকায় অবস্থান করছিল। এসময় স্থানীয় ফেরদৌস, আফসার, সাকিবসহ ১০/১২ জন কিশোর তাদের দুজনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। মুখ, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে তাদের ফেলে রেখে পালিয়ে যায়।

পরে দু'জনকেই হাসপাতালে নিয়ে আসলে অনন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সিনিয়র-জুনিয়র নিয়ে অনন্তের সঙ্গে ফেরদৌস আফসারদের দ্বন্দ্ব চলে আসছিল। তারই অংশ হিসেবে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

শবে বরাতের রাতে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, অনন্তের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মাকসুদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়