ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঘাটে আধিপত্যের জেরে অনন্ত খুন: ওসি

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ৩০ মার্চ ২০২১   আপডেট: ১৬:২৮, ৩০ মার্চ ২০২১
ঘাটে আধিপত্যের জেরে অনন্ত খুন: ওসি

পুরান ঢাকার সূত্রাপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে অনন্ত (১৭) নামে একজন নিহতের ঘটনায় তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মঙ্গলবার (৩০ মার্চ) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রহমান বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছয় কিশোরকে শনাক্ত করা হয়েছে। এরমধ‌্যে সাজ্জাদ, প্রান্ত ও ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, ‘নিহত ও গ্রেপ্তারকৃতরা দুটি কিশোর গ্রুপের সদস্য। ঘাট এলাকায় তারা আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত সপ্তাহে অনন্তের সঙ্গে ফেরদৌসের কথা কাটাকাটি এবং ঝগড়া হয়। তারই জের ধরে অনন্তকে কুপিয়ে খুন করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।’

নিহতের স্বজনরা জানান, দুই ভাইয়ের মধ্যে অনন্ত ছিল ছোট। পরিবারের সঙ্গে গেন্ডারিয়া এলাকায় থাকতো। কেএম জুবলি স্কুলের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতো সে।  

নিহতের বাবা শাহাদাত হোসেন বলেন, ‘সোমবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে অনন্ত শবে বরাতের নামাজ পড়বে বলে বাসা থেকে বের হয়। রাত ১২টার পর টেলিফোন আসে অনন্তকে কে বা কারা কুপিয়েছে। পরে হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পায়। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়