ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কারাগারে বন্দীদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ৩ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:৪৫, ৩ এপ্রিল ২০২১
কারাগারে বন্দীদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ

করোনার সংক্রমণ রোধে দেশের সব কারাগারে বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (৩ এপ্রিল) থেকে কারা অধিদপ্তর থেকে সব ধরনের সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। 

আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তা তুলে নেওয়া হবে। একইসঙ্গে ভাইরাসটি যেন কারা অভ্যন্তরে ছড়িয়ে যেতে না পারে সে জন্য সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।’ 

এর আগে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই মাসের শেষের দিকে সারা দেশের কারাগারগুলোতে বন্দীদের সঙ্গে স্বজনের সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে চলতি বছরের শুরু তেকে স্বজনরা স্বাস্থ্যবিধি মেনে সাক্ষৎ করতে পারতেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘আমরা সব ধরনের সাক্ষাৎ বন্ধ করে দিয়েছি। কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবত থাকবে।’

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়