ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আনসার আল ইসলামের দুই সদস্য রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ৬ এপ্রিল ২০২১  
আনসার আল ইসলামের দুই সদস্য রিমান্ডে

রাজধানীর পল্টন থেকে গ্রেপ্তার করা আনসার আল ইসলামের দুই সদস্যের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—আরিফুল ইসলাম ওরফে জাহেদ এবং বাকী বিল্লাহ ওরফে আবু সামির।

মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের অ‌্যান্টি ইললিগ্যাল আর্মস টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ সাইফুল ইসলাম আসামিদের আদালতে হাজির করেন। পল্টন থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

আবেদনে বলা হয়, আসামিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। আরিফুল ইসলাম ২০১৪ সালে এই সংগঠনে যোগ দেন। বর্তমানে তিনি এ সংগঠনের উত্তরা এলাকার দায়িত্বশীল নেতা। বাকী বিল্লাল এ সংগঠনের তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান।

মামলার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য পলাতক জঙ্গিদের গ্রেপ্তার, অর্থায়নের উৎস, নাম-ঠিকানা যাচাই, পলাতক জঙ্গিদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য আসামিদের সাত দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

উল্লেখ‌্য, সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পল্টন থানাধীন সুরমা টাওয়ারের সামনে থেকে এ দুজনকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ‌্যান্ড ট্রান্সন‌্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়