ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আটক র‌্যাবের ৪ সদস‌্যের বিরুদ্ধে অভিযোগ যাচাই হচ্ছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ৯ এপ্রিল ২০২১   আপডেট: ১৮:৪০, ৯ এপ্রিল ২০২১
‘আটক র‌্যাবের ৪ সদস‌্যের বিরুদ্ধে অভিযোগ যাচাই হচ্ছে’

অপহরণ করে মুক্তিপণের অভিযোগে আটকের পর র‌্যাবের ৪ সদস্যকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।  তাদের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। 

শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘ওই ৪ জনের বিরুদ্ধে মামলা হলেও বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।  তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।  আর মামলা তার নিজস্ব গতিতে চলবে।’

এর আগে শুক্রবার (৯ এপ্রিল) তাদের হাতিরঝিল থানা পুলিশ আটক করে।

এ বিষয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ৪ জনকে পুলিশ হস্তান্তর করেছে।  তারা যেসব বাহিনী থেকে এসেছেন সেখানে হস্তান্তর করা হবে।  আমরা তদন্ত করছি। তদন্ত করে তাদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে শুধু বিভাগীয়ই নয়, প্রচলিত আইনেও তাদের বিচার হবে।
 

মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়