ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জব্দ করা জাটকা দেওয়া হলো এতিমখানায়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ১১ এপ্রিল ২০২১  
জব্দ করা জাটকা দেওয়া হলো এতিমখানায়

রাজধানীর কারওয়ানবাজার মাছের আড়তে অভিযান চালিয়ে ২.২ টন জাটকা ইলিশ জব্দ করেছে র‌্যাব-২। এ সময় সাত মাছ ব‌্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জব্দ করা জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও গরিব মানুষদের দেওয়া হয়েছে।

রোববার (১১ এপ্রিল) বিকেলে র‌্যাব-২ এর এএসপি আব্দুল্লাহ আল মামুন রাইজিংবিডিকে এসব তথ‌্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত র‌্যাব-২ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে মৎস্য অধিদপ্তরের যৌথ সহযোগিতায় কারওয়ানবাজারে কয়েকটি মাছের আড়তে বিশেষ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে দেখা যায়, আইন অমান্য করে ৪-৬ ইঞ্চি আকারের জাটকা ইলিশ অবৈধভাবে মজুদ ও বিক্রয় করা হচ্ছে। এ অপরাধে সাতটি আড়তের মালিককে ৩১ হাজার টাকা জরিমানাসহ ২.২ টন জাটকা জব্দ করা হয়েছে। অভিযান শেষে জব্দ করা জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও গরিব মানুষদের দেওয়া হয়েছে।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়