ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো তারা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ১২ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:২৮, ১২ এপ্রিল ২০২১
ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো তারা

উদ্ধারকৃত অস্ত্র (ছবি: র‌্যাব)

তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং মনির গ্রুপের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।  এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

সোমবার (১২ এপ্রিল) দুপুরে র‌্যাব-২ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, রোববার (১১ এপিল) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার রেলওয়ে মার্কেটের পাশে অন্ধকারাচ্ছন্ন ফাঁকা জায়গায় দেশীয় অস্ত্রসহ কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।  সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় র‌্যাব।  র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য মো. মনির হোসেন, মো. শরিফ, মো. মোবারক, মো. শিপন ও শিপনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

র‌্যাব কর্মকর্তারা জানান, তারা সবাই স্থানীয় কিশোর মনির গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য।  তারা একাধিক সদস্য একত্রিত হয়ে ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচল করা সাধারণ মানুষকে সঙ্গে  থাকা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, স্বর্ণ অলংকার, মোবাইল এবং মূল্যেবান সামগ্রী ছিনতাই করে। এছাড়া তাদের কাছ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যার যাচাই-বাছাই চলছে।
 

মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়