ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘পল্লি সমাজসেবা কার্যক্রমের পরিসর বাড়ানো হবে’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ১২ এপ্রিল ২০২১  
‘পল্লি সমাজসেবা কার্যক্রমের পরিসর বাড়ানো হবে’

সমাজসেবা অধিদপ্তরের সেমিনারে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে পল্লি সমাজসেবা কার্যক্রমের সূচনা করেছিলেন। সূচনাকাল থেকে এ কার্যক্রম দারিদ্র‌্য বিমোচনে ভূমিকা রাখছে। পল্লি সমাজসেবা কার্যক্রমের পরিসর আরও বাড়ানো হবে।’

সোমবার (১২ এপ্রিল) সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে পল্লি সমাজসেবা কার্যক্রম (আরএসএস) হতে পারে উন্নয়নের রোল মডেল’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল‌্যাণমন্ত্রী। তিনি ভার্চুয়ালি ওই সেমিনারে যোগ দেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

সমাজকল‌্যাণমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করতে সক্ষম হয়েছেন।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়