Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৬ মে ২০২১ ||  জ্যৈষ্ঠ ২ ১৪২৮ ||  ০২ শাওয়াল ১৪৪২

বাঁশখালীতে শ্রমিকের মৃত্যুর ঘটনায় স্কপের নিন্দা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ১৭ এপ্রিল ২০২১  
বাঁশখালীতে শ্রমিকের মৃত্যুর ঘটনায় স্কপের নিন্দা

বাঁশখালীতে তাপ বিদ্যুৎ কেন্দ্রে পুলিশের গুলিতে চার শ্রমিকের মৃত্যুতে নিন্দা জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। পাশাপাশি নিহতদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসাসহ বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী শ্রমিক নেতা শহিদুল্লাহ চৌধুরী ও নুর কুতুব মান্নান, স্কপ নেতা মেজবাহ উদ্দিন আহমেদ, শাহ মো. জাফর, ডা. ওয়াজেদুল ইসলাম খান, আনোয়ার হোসেন, সাইফুজ্জামান বাদশা, রাজেকুজ্জামান রতন, কামরুল আহসান, হাবিব উল্লাহ, শামিম আরা, আ.য.ম খসরু, চৌধুরী আশিকুল আলম, নাইমুল আহসান জুয়েল, শাকিল আক্তার চৌধুরী, আহসান হাবিব বুলবুল, পুলক রঞ্জন ধর, নুরুল আমিন।

এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করে নেতৃবৃন্দ শ্রমিকদের পাওনা অবিলম্বে পরিশোধের দাবি জানান।

## বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক-পুলিশের সংঘর্ষে নিহত ৪

ঢাকা/মামুন/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়