ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

হেফাজতের পেছনে ইন্ধনে কারা খতিয়ে দেখা হবে: সিআইডি  

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ২০ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:৩৮, ২০ এপ্রিল ২০২১
হেফাজতের পেছনে ইন্ধনে কারা খতিয়ে দেখা হবে: সিআইডি  

হেফাজতে ইসলাম বাংলাদেশের পেছনে কারা ইন্ধন যোগাচ্ছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২০ এপিল) দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।

সিআইডি জানায়, হেফাজত ইসলামের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য মামলা রয়েছে। এরমধ্যে সিআইডি ২৩টি মামলা অগ্রাধিকারের ভিত্তিতে তদন্ত করছে। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের মামলাও এরমধ‌্যে রয়েছে। ইতিমধ্যে মামলাগুলোর তদন্ত করতে পৃথক তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।’

সিআইডি প্রধান ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, ‘মামলার তদন্তের অংশ হিসেবে প্রয়োজনে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে রিমান্ডে আনা হতে পারে। হেফাজতের মামলাগুলোর তদন্তে সিআইডির একজন বিশেষ পুলিশ সুপার তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করবেন।’ 

উল্লেখ্য, বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসেন। এ সময় মোদিবিরোধী বিক্ষোভ করে হেফাজতে ইসলাম। তারা ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, লুটপাট, হামলা করে। এসব ঘটনায় একাধিক মামলা হয়। 

ঢাকা/মাকসুদ/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়