ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মুভমেন্ট পাস নিয়ে হেরোইন পাচারের অভিযোগে গ্রেপ্তার এক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ২২ এপ্রিল ২০২১  
মুভমেন্ট পাস নিয়ে হেরোইন পাচারের অভিযোগে গ্রেপ্তার এক

মুভমেন্ট পাস ব্যবহার করে হেরোইন পাচারের অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।  এ সময় তার কাছ থেকে হেরোইন উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে র‌্যাব-২ থেকে এ তথ্য জানানো হয়।

রাব জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর থানার টাউনহল মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর বিশেষ চেকপোষ্ট বসানো হয়। এ সময় আন্তঃজেলা মাদক কারবারী চক্রের সদস্য মো. সৌমিক আহম্মেদ সিদ্দিকিকে গ্রেপ্তার করা হয়।  এ সময় তার কাছ ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

রাব কর্মকর্তারা জানান, করোনা পরিস্থিতিতে মাস্কের ও স্যানিটাইজারের ব্যাপক চাহিদা থাকায় মাস্ক/স্যানিটাইজার সাপ্লাইয়ের মুভমেন্ট পাস নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক বহন করে নিয়ে আসে এবং রাজধানীর বিভিন্ন মাদক কারবারীদের কাছে হস্তান্তর করে।  গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে সুকৌশলে ঢাকায় নিয়ে এসে সরবরাহ ও বিক্রয় করে আসছিল।

মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়