ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হেফাজত নেতা মুফতি শরাফত ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ২২ এপ্রিল ২০২১  
হেফাজত নেতা মুফতি শরাফত ৫ দিনের রিমান্ডে

মুফতি শরাফত হোসাইন (ফাইল ফটো)

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খেলাফতে মজলিসের সাধারণ সম্পাদক মুফতি শরাফত হোসাইনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ আসামিকে আদালতে হাজির করে ২০১৩ সালে পল্টন থানার দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামির পক্ষে সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

বুধবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানীর মিরপুর সেনপাড়া থেকে মুফতি শরাফত হোসাইনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেদিন রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন সংগঠনটি নেতাকর্মীরা।  এ ঘটনায় সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে পল্টন ও মতিঝিলসহ বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়।

ঢাকা/মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়