ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কিছু নেতার নির্দেশে পুলিশের ওপর হামলা করে হেফাজতের সমর্থকরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ২৩ এপ্রিল ২০২১  
কিছু নেতার নির্দেশে পুলিশের ওপর হামলা করে হেফাজতের সমর্থকরা

বাগেরহাটে হেফাজতের সমর্থকদের হামলায় আহত পুলিশ সদস‌্য (ফাইল ফটো)

বাগেরহাটের মোল্লাহাটে পুলিশের ওপর হামলার মামলায় শেরজন মোল্লা নামের এক ব‌্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। কিছু নেতার নির্দেশে হেফাজতে ইসলামের সমর্থকরা পুলিশের ওপর ওই হামলা চালায় বলে জানিয়েছেন শেরজন মোল্লা।

শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রশনুল ফিরোজ রাইজিংবিডিকে বলেন, ‘গোয়েন্দা তৎপরতার মাধ‌্যমে নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে শেরজনকে গ্রেপ্তার করা হয়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯ এপ্রিল বাগেরহাটের মোল্লাহাট থানাধীন উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামে জামিলা হালিমিয়া মাদ্রাসার কিছু হেফাজতপন্থি ছাত্র-শিক্ষক এবং বহিরাগত কিছু হেফাজত সমর্থক বিক্ষোভ মিছিল করার জন্য খলিলুর রহমান ডিগ্রি কলেজের দক্ষিণ পাশে একত্রিত হন। তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে মোল্লাহাট গাড়ফা গ্রামে এলে মোল্লাহাট থানা পুলিশ তাদের উচ্ছৃঙ্খল আচরণ করতে নিষেধ করে। এ সময় বিক্ষোভকারীরা আকস্মিকভাবে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীরসহ বেশ কয়েকজন আহত হন।

পরে মোল্লাহাট থানা এসআই (নিরস্ত্র) শাহিনুর রহমান গোলদার বাদী হয়ে কিছু হেফাজত কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তার করতে র‌্যাব-৬ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোল্লাহাট থানাধীন উদয়পুর গ্রামে অবস্থান করছে, এ তথ‌্য পাওয়ার পর শেরজন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা/মাকসুদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়