ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আরমানিটোলায় আগুন: ১০ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২৪ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:১২, ২৪ এপ্রিল ২০২১
আরমানিটোলায় আগুন: ১০ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় ভবনে আগুন লাগার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১০ জুন ধার্য করে দিয়েছেন আদালত।

শনিবার (২৪ এপ্রিল) মামলার এজাহার আদালতে আসে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার এজাহারটি গ্রহণ করেন। বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল করিমকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
এর আগে শুক্রবার (২৩ এপ্রিল) রাতে অবহেলাজনিত মৃত্যু এবং অবৈধভাবে রাসায়নিক দ্রব্য রাখার দায়ে ভবন মালিক ও কেমিক্যাল গোডাউন মালিকদের বিরুদ্ধে বংশাল থানার এসআই মোহাম্মদ আলী শিকদার মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোররাতে আরমানিটোলার হাজী মুসা ম্যানসনের নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটি প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে এখন পর্যন্ত চার জন মারা গেছেন। হাসপাতালে ভর্তি আছেন অনেকে।

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়