ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গুজব ছড়ালে ব্যবস্থা: র‌্যাব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ২৪ এপ্রিল ২০২১  
গুজব ছড়ালে ব্যবস্থা: র‌্যাব

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে উদ্দেশ্যমূলকভাবে নাশকতা করছে একটি মহল। তাদের অপতৎপরতা রোধ করতে সার্বক্ষণিকভাবে কাজ করছে এলিট ফোর্স র‌্যাবের বিশেষ সেল। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে এ বিষয়ে কথা হয় র‌্যাবের আইন ও গণমাধ‌্যম বিভাগের পরিচালক কমান্ডার খন্দকার আলী মঈনের সঙ্গে। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম পুরনো ছবি কিংবা ভিডিও পোস্ট করে গুজব সৃষ্টি করে নাশকতার চেষ্টা অপচেষ্টা করা হচ্ছে। এসব অপরাধ রোধে র‌্যাবের বিশেষ সেল সার্বক্ষণিকভাবে কাজ করছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনা হবে।’

২০১৬ সালের জুলাই মাসে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পরই র‌্যাবের এ বিশেষ সেল গঠন করা হয়।

গুজব ছড়ানোর অভিযোগে এ পর্যন্ত সারা দেশে প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়