ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আ.লীগ নেত্রী কনক হত্যার দায় স্বীকার স্বামীর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ২৫ এপ্রিল ২০২১  
আ.লীগ নেত্রী কনক হত্যার দায় স্বীকার স্বামীর

উমামা বেগম কনক (ফাইল ফটো)

রাজধানীর পল্লবীতে আওয়ামী লীগের নেত্রী উমামা বেগম কনককে (৪০) কুপিয়ে হত্যার মামলায় তার স্বামী ওমর ফারুক আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

রোববার (২৫ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই আব্দুল আজাদ আসামিকে আদালতে হাজির করেন। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জবানবন্দি নেন। পরে ওমর ফারুককে কারাগারে পাঠানো হয়।

শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় ওমর ফারুক বটি দিয়ে তার স্ত্রী কনককে এলোপাতাড়ি কোপান। পরে গুরুতর আহত কনককে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে পল্লবী থানায় ওমর ফারুকের বিরুদ্ধে মামলা করে। শনিবারই ওমর ফারুককে বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়