ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কাঁচামালের আড়ালে ফেনসিডিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ২৭ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:৫০, ২৭ এপ্রিল ২০২১

রাজধানীর হাজারীবাগ থেকে কাঁচামালের গাড়িতে করে নিয়ে আসা ১৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। 

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদে হাজারীবাগ থানার শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর বিশেষ চেকপোষ্ট স্থাপন করে আন্তঃ জেলা মাদক কারবারী চক্রের সদস্য মো. সুমন ও মো. শহিদকে গ্রেপ্তার করা হয়।

তারা প্রথমে অস্বীকার করলেও পরবর্তী সময়ে গাড়িতে ফেনসিডিল আছে বলে স্বীকার করে।  তাদের দেওয়া তথ্য মতে গাড়ি উপরে সাজানো সবজির মধ্যে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ১৪২ বোতল ফেনসিডিল ও গাঁজা পাওয়া যায়। 

গ্রেপ্তারকৃতরা জানায়, রাজধানীতে নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব পন্থায় নিত্য নতুন কৌশলে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেনসিডিল স্বল্প মূল্যে ক্রয় করে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। 

মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়