ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বেকারিতে তৈরি হচ্ছে ভেজাল খাবার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ২৯ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:৫২, ২৯ এপ্রিল ২০২১
বেকারিতে তৈরি হচ্ছে ভেজাল খাবার

কেরানীগঞ্জে ভেজাল খাবার উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।  এ সময় ৭ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে র‌্যাব-১০ থেকে জানানো হয়, বুধবার (২৮ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল কেরানীগঞ্জ জিনজিরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিাচালনা করে।

এ সময় অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে মাসুম বেকারি অ্যান্ড কনফেকশনারিকে আড়াই লাখ টাকা, আল আমিন সুইটস্ অ্যান্ড রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা, বিসমিল্লাহ হোটেলকে ১ লাখ টাকা, তিতাস বেকারিকে ১ লাখ টাকা, সততা কনজুমার ফুডস্ প্রোডাক্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-১০ এর এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুত ও বিক্রি করে আসছিল। এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।
 

মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়