Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৭ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৩ ১৪২৮ ||  ২০ রবিউস সানি ১৪৪৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক চলছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৯, ৪ মে ২০২১   আপডেট: ০৮:১৯, ৫ মে ২০২১
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক চলছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সদ্য বিলুপ্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে বৈঠক শুরু হয়েছে।

মঙ্গলবার (৪ মে) রাত সাড়ে ৯টার পর ৮ সদস্যের প্রতিনিধি দলটি বৈঠকে অংশগ্রহণ করে।

এর আগে, মন্ত্রীর সঙ্গে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার বিষয়ে বৈঠকে আলোচনা হবে এবং হাটহাজারী মাদরাসার মজলিসের সদস্য মাওলানা ইয়াহিয়া ও মুফতি জসিম উদ্দিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে জানা যায়।

বৈঠকে হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর বৈঠকে অংশ নেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকবেন না।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে ঢাকা, ব্রাম্মনবাড়ীয়া নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতা কর্মকাণ্ড করে হেফাজতে ইসলাম-বাংলাদেশ। পরে পুলিশ, র‍্যাব সহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ভিডিও ফুটেজ দেখে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক সহ প্রায় ২৫ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করে।

মাকসুদ/নাসিম

সর্বশেষ

পাঠকপ্রিয়