ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পোশাক কারখানার মালিকের বাসার সামনে শ্রমিকদের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৫, ৯ মে ২০২১   আপডেট: ২১:৩১, ৯ মে ২০২১

রাজধানীর হাজারীবাগে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে পোশাক কারখানার মালিকের বাসার সামনে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

রোববার (৯ মে) দুপুরের পর অর্গানিক ফ্যাশনের মালিক হারুনুর রশিদের বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অর্গানিক ফ্যাশনের কারখানায় শতাধিক শ্রমিক কাজ করতেন। গত ৪ মে কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা না দিয়ে কারখানাটি বন্ধ করে দেয়। খবর পেয়ে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করলে এক পর্যায়ে মালিকপক্ষ তাদের সব দেনা-পাওনা বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু পরে সেখানে মালিকপক্ষের কোনো লোককে পাওয়া যায়নি। একপর্যায়ে হাজারীবাগ থানা পুলিশ বিষয়টি সমাধানের জন্য এগিয়ে আসলে কারখানার মালিক শনিবার (৮ মে) ইফতারির পর থানায় এসে বিষয়টি সমাধান করার প্রতিশ্রুতি দেন। কিন্তু পরে থানায় না এসে টালবাহানা করতে থাকে। এ কারণে রোববার দুপুরের পর শ্রমিকরা মালিকের বাসার সামনে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিক রাহেলা বলেন, ‘দুই মাস ধরে বেতন পাই না। ঈদের বোনাসও দেয়নি। কিন্তু মালিকপক্ষ পাওনা না মিটিয়ে রাতারাতি কারখানা বন্ধ করে দেয়। এখন যাব কোথায়?’

রমজান আলী বলেন, ‘অনেক স্টাফ আছেন, যারা তিন মাস ধরে বেতন-ভাতা পান না। এ কারণে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। একই অবস্থা অন্য শ্রমিকদেরও।’

রোববার বিকেলে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাচ্চু মিয়া রাইজিংবিডিকে বলেন, ‘শ্রমিকরা যাতে ন্যায্য অধিকার ফিরে পায়, সেজন্য আমরা মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কিন্তু তিনি সাড়া না দেওয়ায় আমরা শ্রমিকদের নিয়ে বাসার সামনে অবস্থান নিয়েছি।’

এদিকে, রাত ৯টার দিকে জানা গেছে, মালিকপক্ষ বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেওয়ায় শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছেন।

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমান রাইজিংবিডিকে বলেছেন, ‘গার্মেন্টসটি আদাবর থানা এলাকায়। তবে মালিকের বাসা আমার থানা এলাকায় পড়েছে। সেখানে শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। রোববার রাতে উভয় পক্ষের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে একটি সমঝোতা হয়েছে। আশা করছি, সমস্যা শিগগিরই কেটে যাবে।’

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়