ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হেফাজতের সাবেক অর্থ সম্পাদক গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ২১ মে ২০২১   আপডেট: ২২:২৮, ২১ মে ২০২১
হেফাজতের সাবেক অর্থ সম্পাদক গ্রেপ্তার

হেফাজত ইসলামের সদ‌্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মনির হোসেন কাসেমী

হেফাজত ইসলাম বাংলাদেশের সদ‌্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মনির হোসেন কাসেমীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২১ মে) রাতে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি’র গুলশান জোনের উপ-কমিশনার মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মশিউর রহমান জানান, ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ও সম্প্রতি নারায়ণগঞ্জে সহিংসতার সঙ্গে কাসেমীর জড়িত থাকার প্রমাণ আছে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (২২ মে) তাকে আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হবে।

মনির হোসেন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহতামিম।

পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন নাশকতার জন‌্য হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা আর্থিক লেনদেন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংগঠনটির সাবেক অর্থ সম্পাদক কাসেমীকে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি কীভাবে অর্থ সংগ্রহ করতেন, তা কাদেরকে দিতেন, এসব অর্থ কোন কোন খাতে ব্যয় করা হতো, সেসব বিষয়ে তার কাছে জানতে চাওয়া হবে।

ঢাকা/মাকসুদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়