ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ রোজিনার পরিবার

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ২৩ মে ২০২১  
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ রোজিনার পরিবার

সরকারি নথি সরানোর অভিযোগে দায়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবার।

রোববার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে রোজিনা ইসলামকে অন্তঃবর্তীকালীন জামিনের আদেশ দেন।

জামিন আদেশ হওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রোজিনার স্বামী মনিরুল ইসলাম মিঠু।

তিনি বলেন, ‘এই জামিনের জন্য সর্বপ্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশের সব সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি, যারা গত পাঁচ-ছয় দিন ধরে খেয়ে না খেয়ে আন্দোলন করেছেন। এছাড়া, কৃতজ্ঞতা জানায় আইনজীবীদের প্রতি। তাদের আন্তরিকভাবে অভিনন্দন ও অনেক ধন্যবাদ জানাই।’

রোজিনা ইসলামের মামলার বিষয়টাকে অনেক জটিল না করে সরকারকে এ বিষয়ে ফয়সালা করার কথা বলেছেন প্রথম আলোর উপসম্পাদক, লেখক আনিসুল হক। মামলাটি নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবি জানান তিনি।

রোজিনা ইসলামের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, ‘যদি আইনি আর কোনো প্রতিবদ্ধকতা না থাকে তাহলে সূর্যাস্তের আগে বা সূর্যাস্তের পরে তিনি জামিনে বের হবেন।’

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়