ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ছেলের সামনে বাবাকে হত্যা: আরও দুজনের দোষ স্বীকার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ২৮ মে ২০২১  
ছেলের সামনে বাবাকে হত্যা: আরও দুজনের দোষ স্বীকার

রাজধানীর পল্লবীতে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যার মামলার আসামি ইকবাল ও শরীফ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আরেক আসামি টিটুকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৮ মে) চার দিনের রিমান্ড শেষে তিন আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ ইফতেখার হোসেন। ইকবাল ও শরীফ স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার এবং টিটুকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে নিভানা খায়ের জেসী দুই আসামির জবানবন্দি রেকর্ড করেন এবং আরেক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৩ মে এই তিন আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সাহিনউদ্দিন হত‌্যা মামলায় সোমবার (২৪ মে) সুমন নামের আরেক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল।

এ মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৬ মে পল্লবীতে ছয় বছরের ছেলে মাশরাফির সামনে বাবা সাহিনউদ্দিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বিকেল সাড়ে ৪টায় পল্লবীর ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে এ হত‌্যাকাণ্ড ঘটে। সাহিনউদ্দিন পল্লবীর ১২ নম্বর সেকশনের সিরামিক রোডের বাসিন্দা ছিলেন।

এ ঘটনায় সাহিনউদ্দিনের মা আকলিমা ২০ জনের নাম উল্লেখ করে পল্লবী থানায় মামলা দায়ের করেন।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়