ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিশু সোহানাকে হত্যার দায় স্বীকার করলো সৎ মা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ২৯ মে ২০২১  
শিশু সোহানাকে হত্যার দায় স্বীকার করলো সৎ মা

রাজধানীর মিরপুরে সোহানা আক্তারকে (৯) হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে ওই শিশুর সৎ মা শাহিনুর বেগম।

শনিবার (২৯ মে) মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই আতাউল মাহমুদ আসামিকে আদালতে হাজির করেন। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ার মো. নোমান তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, চার বছর আগে সোহানার মা কুলসুম ও বাবা সোহেলের বিচ্ছেদ হয়। পরে শাহিনুরকে বিয়ে করেন রিকশাচালক সোহেল। সোহানাকে আদর্শনগরের বাসায় নিয়ে আসেন তার বাবা। সোহানাকে দিয়ে সব ধরনের গৃহস্থালি কাজ করাতেন সৎ মা শাহিনুর। ব্যত্যয় ঘটলেই সোহানাকে নির্যাতন করা হতো। শুক্রবার সকালে সামান্য অপরাধে সোহানার মাথায় আঘাত করেন শাহিনুর। সোহানা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় সোহানার নানা মো. ইয়াছির পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। সোহানা স্থানীয় স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়