ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনার রিপোর্ট জালিয়াতি চক্রের ২ সদস্য রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ১ জুন ২০২১   আপডেট: ১৫:৩৯, ১ জুন ২০২১
করোনার রিপোর্ট জালিয়াতি চক্রের ২ সদস্য রিমান্ডে

রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করোনা টেস্ট রিপোর্ট জালিয়াতি চক্রের দুই সদস্যের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত সোমবার (৩১ মে) রিমান্ডের আদেশ দেন। মঙ্গলবার (১ জুন) বংশাল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন বিষয়টি জানান।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মনির হোসেন (৩৭) ও রফিকুল ইসলাম ওরফে রুবেল (২৪)।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জিয়া উদ্দিন দুই আসামিকে আদালতে হাজির করে ৫ দিন করে রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট শিশির আলম খান ও মমিনুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

৩০ মে রাজধানীর চাঁনখারপুল থেকে এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। এসময় তাদের কাছ থেকে একটি মনিটর, একটি প্রিন্টার, একটি সিপিইউ, একটি কিবোর্ড ও ২টি নকল টেস্ট রিপোর্ট উদ্ধার করা হয়।

ঢাকা/মামুন/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ