ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এখনও উদ্ধার হয়নি পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া ফোন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ৩ জুন ২০২১   আপডেট: ২৩:০১, ৩ জুন ২০২১
এখনও উদ্ধার হয়নি পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া ফোন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (ফাইল ফটো)

রাজধানীতে ছিনতাই হওয়া পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোনটি এখনও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই মোবাইল ফোন উদ্ধার ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে।

বৃহস্পতিবার (৩ জুন) রাতে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুজ্জামান রাইজিংবিডিকে বলেছেন, ‘মোবাইল ফোনটি উদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছি। কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু মোবাইল ফোনটির অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। যখন যেখানে সংবাদ পাচ্ছি, সেখানে গিয়ে ফোনটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তবে, মোবাইল ফোনটি ব্যবহার না হওয়ায় সেটি উদ্ধারে কিছুটা সময় লাগছে। আশা করছি, শিগগিরই ফোনটি উদ্ধার হবে।’

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত চার দিনে বিজয় স্মরণী, চন্দ্রিমা উদ্যান, শেরেবাংলা নগর, কাফরুলসহ আশপাশের এলাকার পেশাদার ছিনতাইকারীসহ বেশকিছু সন্দেহভাজন মানুষকে থানায় এনে কিংবা বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কিন্তু তাদের কেউই ওই মোবাইল ফোনের ব্যাপারে পুলিশকে সুনির্দিষ্টভাবে তথ্য দিতে পারেনি। কে ফোনটি ছিনতাই করেছে তা জানা সম্ভব হয়নি। তদন্তের অংশ হিসেবে ওই এলাকার ছিনতাইকারীদের দিকে নজর রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলে সিসি ক্যামেরা না থাকায় ছিনতাইকারী শনাক্ত করতে সমস‌্যা হচ্ছে।

উল্লেখ্য, গত ৩০ মে সন্ধ্যায় দাপ্তরিক কাজ শেষে বাসায় ফিরছিলেন পরিকল্পনামন্ত্রী। গাড়িটি বিজয় স্মরণীতে জ্যামে আটকা পড়ে। এ সময় মন্ত্রী গাড়ির ভেতর মোবাইল ফোনে কথা বলছিলেন। গাড়ির জানালা খোলা থাকায় হঠাৎ এক ছিনতাইকারী মন্ত্রীর হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়। মন্ত্রীর গানম্যান ছিনতাইকারীর পিছু নিলেও তাকে ধরতে পারেনি। এ ঘটনায় মন্ত্রীর ব্যক্তিগত সহকারী বাদী হয়ে কাফরুল থানায় মামলা দায়ের করেছেন।

ঢাকা/মাকসুদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়