ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সন্দেহভাজন জঙ্গি সোহেল রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ৭ জুন ২০২১  
সন্দেহভাজন জঙ্গি সোহেল রিমান্ডে

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে গ্রেপ্তার করা সোহেল ওরফে শফিউল্লাহর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অ‌্যান্টি টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক (নিরস্ত্র) টিটু চন্দ্র ঘোষ আসামিকে আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামির পক্ষে অ্যাডভোকেট আব্দুল বাছেত রাখী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

রোববার (৬ জুন) সন্ধ্যায় ঢাকার দক্ষিণ বাড্ডার আলাতুন্নেসা স্কুল রোডের একটি দোকান থেকে মো. সোহেলকে গ্রেপ্তার করে অ‌্যান্টি টেরোরিজম ইউনিট। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন, বেশকিছু উগ্রবাদী মতাদর্শের বই ও চারটি ডায়েরি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় অ‌্যান্টি টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক (নিরস্ত্র) আল আমিন বাড্ডা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়