ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্বাস্থ্যবিধি মেনে আদালত খুলে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ১৪ জুন ২০২১  
স্বাস্থ্যবিধি মেনে আদালত খুলে দেওয়ার দাবি

স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত খুলে দেওয়ার দাবি জানিয়েছে সাধারণ আইনজীবীরা।

সোমবার (১৪ জুন) ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

আইনজীবী নেতা মকবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম, সমিতির সাবেক দপ্তর সম্পাদক এইচ এম মাসুম, আমিনুল গনি টিটো, বাবুল আকতার প্রমুখ।

তারা বলেন, দেশে সবকিছু চলছে অথচ আমরা আইনজীবীরা সঠিকভাবে আমাদের রুজি-রুটির সংস্থান করতে পারছি না।  মাত্র পাঁচশ আইনজীবী ভার্চুয়াল শুনানির সুবিধা পেয়ে থাকেন। কমপক্ষে সাত হাজার আইনজীবী পেশাদার হয়ে কাজ করতে পারছে না।  কেউ তাদের খোঁজ রাখেন না।

বিচারকদের উদ্দেশ্য প্রশ্ন রেখে তারা বলেন, পেশকারের সঙ্গে বসে শুনানি করছেন, অথচ আমাদের সঙ্গে কথা বললে বা শুনানি করলে কি করে সমস্যা হতে পারে?

সাধারণ আইনজীবীদের কথা বিবেচনা করে করে অতিদ্রুত আদালত খুলে দেওয়ার জন্য দাবি জানান তারা।

/মামুন/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়