ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতে বাংলাদেশি তরুণীকে নির্যাতন: একজনের স্বীকারোক্তি, আরেকজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ১৪ জুন ২০২১   আপডেট: ১৮:০২, ১৪ জুন ২০২১
ভারতে বাংলাদেশি তরুণীকে নির্যাতন: একজনের স্বীকারোক্তি, আরেকজন কারাগারে

ফাইল ফটো

বাংলাদেশি এক তরুণীকে ভারতে পাচার ও তার ওপর নির্যাতনের মামলায় আমিরুল ইসলাম নামের এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আবদুস সালাম মোল্লা নামের আরেক আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৪ জুন) পাঁচ দিনের রিমান্ড শেষে ওই দুই আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক মহিউদ্দিন ফারুক। আমিরুল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড এবং আবদুস সালামকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা আমিরুল ইসলামের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন এবং আবদুস সালামকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৮ জুন ওই দুজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ভারতে পাচার হওয়ার ৭৭ দিন পর বন্দিদশা থেকে পালিয়ে দেশে ফিরে রাজধানীর হাতিরঝিল থানায় গত ১ জুন মামলা দায়ের করেছিলেন ওই তরুণী। মামলায় ১২ জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কারাগারে আছে।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়