ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এনায়েত উল্লাহর সম্পদের হিসাব চেয়েছে দুদক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ১৪ জুন ২০২১   আপডেট: ১৮:৩৯, ১৪ জুন ২০২১
এনায়েত উল্লাহর সম্পদের হিসাব চেয়েছে দুদক

খন্দকার এনায়েত উল্লাহ

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুনীতি দমন কমিশন (দুদক)। নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাকে কমিশনে সম্পদের বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানি লিমিটেডের সাবেক বিক্রয় সহকারী ও সিবিএ সাবেক সাধারণ সম্পাদক ফারুক হাসানকেও কমিশনে সম্পদের বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ জুন) দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মুহাম্মদ আরিফ সাদেক এই তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়েছে, খন্দকার এনায়েত উল্লাহ ও ফারুক হাসান এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদেরর স্বনামে–বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।  যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হন অথবা মিথ্যা বিবরণী দাখিল করেন তবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

অনুসন্ধানের অংশ হিসেবে এনায়েত ও তার পরিবারের ব্যক্তিগত যানবাহনের তথ্য চেয়ে বিআরটিএ বরাবর নোটিশ দিয়েছে দুদক। গত ২৯ জানুয়ারি বিআরটিএ-তে নোটিশটি পাঠান দুদকের উপ-পরিচালক নুরুল হুদা।

/শিশির/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়