ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাকা বোট ক্লাব থেকে বহিষ্কার নাসির

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ১৪ জুন ২০২১   আপডেট: ২২:০৭, ১৪ জুন ২০২১
ঢাকা বোট ক্লাব থেকে বহিষ্কার নাসির

নাসির উদ্দিন মাহমুদ (ফাইল ফটো)

ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটি থেকে নাসির উদ্দিন মাহমুদকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৪ জুন) বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা বোট ক্লাবের প্রেসিডেন্ট ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় কমিটির বেশিরভাগ সদস্য অংশ নেন।

বোট ক্লাবের সচিব লেফটেন‌্যান্ট কমান্ডার মোহাম্মদ আহসান আমিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীমনির অভিযোগের বিষয়ে তদন্ত করতে তিন সদস‌্যের কমিটি গঠন করেছে ক্লাব কর্তৃপক্ষ। কমিটি আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। নাসির নিয়ম না মেনে বাইরের অতিথিকে ক্লাবের ভেতর নিয়ে এসেছিলেন।

নাসির ছাড়াও তুহিন সিদ্দিকী অমি ও শাহ এস আলমের সদস্য পদ স্থগিত রাখা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত‌্যাচেষ্টার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। এ নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে নাসিরকে বোট ক্লাব থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (১৩ জুন) রাতে পরীমনি তার ফেসবুক পেজে ধর্ষণ ও হত্যাচেষ্টার বিচার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর খোলা চিঠি লেখেন। ওই রাতেই তিনি রাজধানীর বনানীর বাসায় সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। সোমবার সকালে পরীমনি বাদী হয়ে সাভার মডেল থানায় নাসিরসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই মহানগর গোয়েন্দা পুলিশ নাসিরসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়