ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লকডাউন: ৪৩৮ জনকে জরিমানা র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ৪ জুলাই ২০২১  
লকডাউন: ৪৩৮ জনকে জরিমানা র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের

সরকারঘোষিত কঠোর লকডাউনের চতুর্থ দিনে অকারণে ঘোরাঘুরি ও স্বাস্থ্যবিধি না মানায় ৪৩৮ জনকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (৪ জুলাই) রাতে র‌্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার মঈন আলী জানান, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে অভিযানের সময় বিনামূল্যে মাস্ক বিতরণ এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন সামগ্রী সাধারণ বিতরণ করা হয়।  একই সঙ্গে সংক্রমণ ভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তাদের নানাভাবে উদ্বুদ্ধও করা হচ্ছে। পাশাপাশি মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।

র‌্যাব সূত্র জানায়, কঠোর লকডাউনের তৃতীয়দিন সারাদেশে ৫৬টি ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করে র‌্যাব।  রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৮৭টি টহল ও ২১১টি চেকপোস্ট বসানো হয়েছে।  পাশাপাশি চেকপোষ্টে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় এবং অকারণে ঘোরাঘুরি করার অপরাধে এসব ব্যক্তিদের ১ লাখ ৪ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়