ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

লকডাউনের ৫ম দিনে ৫৮৯ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ৫ জুলাই ২০২১  
লকডাউনের ৫ম দিনে ৫৮৯ জনকে জরিমানা

সর্বাত্মক লকডাউনের ৫ম দিনে ৫৮৯ জনকে আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন।  জরিমানার টাকা জমা দিয়ে এদিন আইনজীবী ছাড়াই গ্রেপ্তারকৃতরা মুক্তি পান।  এ নিয়ে তিন হাজারের অধিক জনকে জরিমানা করলেন আদালত।

এর আগে আটককৃতদের অধিকাংশের বিরুদ্ধে ডিএমপি অধ্যাদেশের ৭৭ ও ৭৮ ধারায় পুলিশ অভিযোগ দায়ের করে আদালতে হাজির করে। সিএমএম আদালতের হাজতখানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আশরাফুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে একই আইনে ৪ জুলাই ৬৩৬ জনকে, ৩ জুলাই ৬০৭ জনকে এবং ২ জুলাই ৬২৯ জনকে জরিমানা করা হয়।

/মামুন/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়