ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ১৮ জুলাই ২০২১  
‘পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে’

রাজধানীতে পশুর হাট পরিদর্শন করেন র‌্যাবের মহাপরিচালক

এলিট ফোর্স র‌্যাপিড অ‌্যাকশন ব‌্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি হাটে চুরি-ছিনতাই রোধে পোশাক পরিহিত র‌্যাবের সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। হাটে কেউ যেন জাল টাকা লেনদেন না করতে পারে, সেজন্য মেশিন বসানো হয়েছে।’

রোববার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

র‌্যাব প্রধান বলেন, ‘সারা বিশ্বের মতো বাংলাদেশও করোনার মহামারিতে আক্রান্ত। এ কারণে সবাই স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে পশুর হাটে কেনাবেচা করবেন। এ সময় যেন কোনো দুষ্কৃতকারী হাটের ভেতর ছিনতাই, চুরি কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য সাদা পোশাকে র‌্যাব সদস্যরা চারদিকে অবস্থান নিয়েছে। পাশাপাশি হাটের বাইরে র‌্যাবের টহল অব্যাহত রাখা হয়েছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতি বছরের মতো এবারও পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শুধু রাজধানী নয়, দেশের প্রতিটি জেলায় যেখানে হাট বসেছে, সেখানে র‌্যাব সার্বক্ষণিক কাজ করছে। হাটে টাকা-পয়সা লেনদেনের সময় অবশ্যই পাইকার এবং ক্রেতাদের সতর্কতা অবলম্বন করতে হবে। করোনার সময় যেন হাট থেকে করোনাভাইরাস সংক্রমিত হতে না পারে, সেজন্য হাটে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হচ্ছে।’

র‌্যাবের মহাপরিচালক ৩০০ ফিট পশুর হাট ঘুরে দেখেন। তিনি ইজারাদার এবং পশু ব‌্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার মইন আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়