ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লকডাউনের প্রথম দিনে রাজধানীতে ৪০৩ জন গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ২৩ জুলাই ২০২১  
লকডাউনের প্রথম দিনে রাজধানীতে ৪০৩ জন গ্রেপ্তার

কঠোর লকডাউনের প্রথম দিনে রাজধানীতে পুলিশের তৎপরতা

কঠোর লকডাউনের প্রথম দিন শুক্রবার (২৩ জুলাই) সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় ৪০৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. ইফতেখারুজ্জামান এসব তথ‌্য জানিয়েছেন।

তিনি আরও জানান, ভ্রাম‌্যমাণ আদালতে ২০৩ জনকে ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, ডিএমপির ট্রাফিক বিভাগ ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

লকডাউন কার্যকরে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের চেকপোস্ট ও টহলের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগে দুই সপ্তাহের কঠোর লকডাউনকালে সরকারি বিধি-নিষেধ ভঙ্গ করায় রাজধানীতে প্রায় ১০ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়