ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লকডাউনের পঞ্চম দিনে গ্রেপ্তার ৫৫৫

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ২৭ জুলাই ২০২১  
লকডাউনের পঞ্চম দিনে গ্রেপ্তার ৫৫৫

সরকার ঘোষিত সবচেয়ে বেশি কঠোর লকডাউনের পঞ্চম দিন সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় ৫৫৫ জনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অর্ডিন্যান্স অ‌্যাক্ট-এ গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. ইফতেখারুজ্জামান এ তথ্য জানান।

তিনি আরও জানান, এ দিন মোবাইল কোর্টে ২৩৬ জনকে ৪ লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিএমপি ট্রাফিক ৪৯৭টি গাড়িকে ১১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ জুলাই) লকডাউনের পঞ্চম দিন সকাল থেকে বিকেল পর্যন্ত রমনা, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান এলাকা থেকে সরকারি নির্দেশ অমান্য করায় তাদের গ্রেপ্তার করা হয়। বিনা কারণে তারা রাস্তায় বের হয়। তা নিশ্চিত হওয়ার পরই এসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় পুলিশের টহল, চেকপোস্ট বসানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক কাজ করে চলেছে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে দুই সপ্তাহের কঠোর লকডাউন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। যা আগামী ৫ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।

ঢাকা/মাকসুদ/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়