ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লকডাউনের সপ্তম দিনে রাজধানীতে গ্রেপ্তার ৫৬৮ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ২৯ জুলাই ২০২১   আপডেট: ২২:৪৩, ২৯ জুলাই ২০২১
লকডাউনের সপ্তম দিনে রাজধানীতে গ্রেপ্তার ৫৬৮ জন

চলমান লকডাউনের সপ্তম দিন বৃহস্পতিবার (২৯ জুলাই) সরকারি নির্দেশনা অমান্য করায় রাজধানীতে ৫৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. ইফতেখারুজ্জামান জানিয়েছেন, বৃহস্পতিবার ভ্রাম‌্যমাণ আদালতে ২০৬ জনকে মোট ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, ট্রাফিক বিভাগ ৪৩১টি গাড়িকে ৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রমনা, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান থেকে সরকারি নির্দেশ অমান্য করায় ৫৬৮ জনকে গ্রেপ্তার করা হয়। 

লকডাউন কার্যকরে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের টহল ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব‌্যাহত আছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে চেকপোস্ট।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে দুই সপ্তাহের কঠোর লকডাউন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তা আগামী ৫ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। লকডাউনকালে সরকারি নির্দেশ অমান‌্য করায় এ পর্যন্ত প্রায় ৪ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা/মাকসুদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়